কচুয়ায় কৃষকের কাছ থেকে আমান ধান ক্রয় উদ্বাধন করা হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার উপজেলা খাদ্য গুদামে প্রতি কেজি ২৬ টাকা মূল্যে ধান সংগ্রহ উদ্বোধন করেন প্রধান করেন অতিথি উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির । উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপ্রধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম লিটন,ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সুভাস চন্দ্র দেবনাথ, খাদ্য নিয়ন্ত্রক মো: শাখাওয়াত হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা শিবুলাল সাহা ,উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক প্রানধন দেব প্রমূখ। ওই দিন সাচার ইউনিয়নের কার্ডধারী কৃষকদের নিকট থেকে ১০ টন ধান সংগ্রহ করা হবে। খাদ্য গুদাম সুত্রে জানা গেছে মৌসুমে কচুয়া উপজেলার কৃষকদের নিকট থেকে ৪শত ৮ টন আমন ধান ক্রয় করা হবে। তাছাড়া এ মৌসুমে সাচার , পাথৈর,বিতারা,পালাখাল,পশ্চিম সহদেবপুর, ইউনিয়নের কৃষক নিকট থেকে ১০ টন করে,কচুয়া সদর উত্তর৪৫ টন,সদর দক্ষিন ২২ টন,কাদলা ১৫টন,কড়ইয়া ১০,গোহট উত্তর ১০,গোহট দক্ষিন ৭০টন ,আশ্রাফপুর ৮৬ ও পৌরসভার কৃষকের নিকট থেকে ৮৬ টন আমন ধান ক্রয় করা হবে।
ছবি: কচুয়া উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করছেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির।
Leave a Reply