কচুয়া অফিসার্স ক্লাবের মহান বিজয় দিবস পরবর্তী পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় অফিসার্স ক্লাবে পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।এ সময় তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে সকল কর্মকর্তাদের মানুষের সেবা প্রদানের প্রত্যয়ে কাজ করতে হবে। মানুষের কল্যানে কাজ করতে হবে। তিনি বলেন কচুয়ার ৮০ বর্গ কিলোমিটারের জন্যে ৩৫জন কর্মকর্তা রয়েছে। কচুযাকে অসাম্প্রদায়িক ভাবে গড়ে তুলতে হবে। এখানে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্নভাবে বসবাস করছে।
কচুযা উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপ্রধানে ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির, সহকারি কমিশনার(ভ’মি) একিমিত্র চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,কচুয়া থানার অফিসার ইনচার্জ মো:ওয়ালি উল্যাহ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মো: জাহাঙ্গীর আলম প্রমূখ।এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুননাহার ভুইয়া,কচুযঅ প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদারসহ সকল বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়া অফিসার্স ক্লাবে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি
Leave a Reply