কচুয়ায় হতদরিদ্রদের মাঝে লেপ,মশারী ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার বেসরকারি সংস্থা কেআইডিপির আয়োজনে পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটিতে সংস্থার সাব সেন্টারে হতদরিদ্র ৬০টি পরিবারকে শীতের জন্যে ৬০টি লেপ,১শত জনকে মশারী ও ১৭ পরিবারকে গৃহনির্মানের উপকরন হিসেবে জনপ্রতি ১ বান্ডেল করে ১৭ বান্ডেল ঢেউটিন বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। তাছাড়া শিক্ষা সহায়তায় মাধ্যমিক পর্যায়ের ৩৫জন গরীব শিক্ষার্থীকে জনপ্রতি ১হাজর ৫শত টাকা করে ৫২ হাজার ৫শত নগদ টাকা বিতরণ করা হয়।
ছবি১: কচুয়ায় হতদরিদ্রদের মাঝে লেপ ও মশারী বিতরণ করছেন সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কেআইডিপির গভর্নিং বডির সদস্য দুলাল চন্দ্র সরকারের সভাপ্রধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ, সংস্থার চাঁদপুর জেলা মাঠ সমন্ময়কারী মো: আলাউদ্দিন,ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি গাজী আহাদ,সাধারন সম্পাদক ওমর ফারুক প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুননাহার ভুইয়,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল,সহসভাপতি সালাউদ্দিন সরকার প্রমূখ।
ছবি ২: কচুয়ায় হতদরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ করছেন সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি
Leave a Reply