1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ১০৭৭ বার পড়া হয়েছে

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় উৎসবমূখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ পালন করেছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে  দিবসের কর্মসূচির শুভসূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, কচুয়া প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

903

awam

ছবি: শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করছেন উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। ছবি: শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ
কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালি উল্লাহ (অলি), ওসি (তদন্ত) মোহাম্মদ শাহজাহান কামাল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, দৈনিক ভোরের কাগজের কচুয়া প্রতিনিধি মো. রাকিবুল হাসান, যুদ্ধকালীন কমান্ডার আঃ রশিদ পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, পৌর আওয়ামী লীগের সভাপতি  আকতার হোসেন সোহেল, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বাংলাদেশ সহকারি প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া শাখার সভাপতি ওমর খৈয়াম বোগদাদী রুমি,চাদপুর পলিটেকনিক ইনষ্টিটিউিটের ছাত্র সংসদের সভাপতি নাছির উদ্দিন,সাধারন সম্পাদক শাকিল হোসেন,আলোর মশালের সভাপতি আবু সায়েম মৃধাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

b8

b 1

ছবিঃ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।
সকাল ৮ টায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে। পরে কচুয়া থানা পুলিশ, আনসার, বয়স্কাউট ও গালর্স গাইডদের কুচকাওয়াজ প্রদর্শন করেন। এতে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালিউল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, যুদ্ধকালীন কামান্ডার আঃ রশিদ পাঠান।
সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালি উল্লাহ (অলি), চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা একেএম আবদুল মোতালেব, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, যুদ্ধকালীন কমান্ডার আঃ রশিদ পাঠান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও মার্চপাস্ট এবং শরীরচর্চাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

B 3
সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপন করা হয়েছে।
তাছাড়া জাতির শান্তি ,অগ্রগতি ও শহীদদের আত্মার শান্তি কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ,মন্দিরে বিশেষ মোনাজাত এবংbt প্রার্থনার  মাধ্যমে  মহান বিজয় দিবস পালন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার