কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী মেধা বৃত্তি লাভ করেছে। ৯ ডিসেম্বর কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় উর্ত্তীনদের মেধা বৃত্তি ঘোষনা করা হয।এতে কচুয়া উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী মেধা বৃত্তি লাভ করে। মেধাবৃত্তিপ্রাপ্তরা হল বিজ্ঞান বিভাগের মরিয়ম আক্তার,নিপা আক্তার,মানবিক বিভাগের ফারজানা আক্তার,আফরোজা আক্তার ও সানজিদা আক্তার । বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান বিদ্যালয়ের পাঠ পরিকল্পনা,শিক্ষার্থীদের নিয়মিত পাঠগ্রহন,শিক্ষকদের প্রচেষ্টায় শিক্ষার্থারা কুমিল্লা শিক্ষাবোর্ডেও মেধাবৃত্তি লাভ করেছে। কৃতি মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানে অধ্যায়ন করছে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে তিনি শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর সহযোগীতা কামনা করেছেন।
Leave a Reply