কচুয়ায় ইসলামের কিছু মৌলিক বিষয়ে মতবিরোধ কেন্দ্র করে আহলে সুন্নাতওয়াল জামাত প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে।১০ডিসেম্বর মঙ্গলবার আহলে সুন্নাতওয়াল জামাত কচুয়া শাখার উদ্যোগে উপজেলার রহিমানগর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ওএতিম খানার প্রাঙ্গন থেকে আহলে সুন্নাতওয়াল জামাতের বিক্ষোভ মিছিল বের হয়ে রহিমানগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে রহিমানগর ডিগ্রি কলেজ রোড সংলগ্ন সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেন,রহিমানগর শাহী জামে মসজিদের ইমাম মোঃ হোছাইন আহমেদ ও আহলে সুন্নাতওয়াল জামাতের সদস্য শরীফ উল্যাহ উভয় ইসলামের ৮টি মৌলিক বিষয়ে নিয়ে বাহাস করবে বলে ইউপি চেয়ারম্যান হাজী আঃ হাই মুন্সির উপস্থিতিতে চুক্তিনামায় স্বাক্ষরিত হয়। নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরে রহিমানগর শাহী জামে মসজিদের ইমাম মোঃ হোছাইন আহমেদ বাহাসে অংশগ্রহ না করার প্রতিবাদে আহলে সুন্নাতওয়াল জামাত কচুয়া শাখার নেতৃবৃন্দ রহিমানগর বাজার ব্যবসায়ীর কমিটির নিকট শাহী মসজিদের খতিব হোছাইন আহমেদকে মসজিদের সকল কর্মকান্ড থেকে বিরত থাকার দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এসময় বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন, আহলে সুন্নাতওয়াল জামাত কচুয়া শাখার সভাপতি আলহাজ্ব আঃ হক শাহজী,সিনিয়র সহভাপতি আলহাজ্ব মাওঃ আলমগীর শাহ, সদস্য আবুল কালাম আজাদ.হাফেজ মফিজুল ইসলাম,ইসলামি যুবসেনা কচুয়া শাখার সভাপতি শাহজালাল প্রধান,সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন প্রমূখ।
ছবিঃ কচুয়া রহিমানগর আহলে সুন্নাতওয়াল জামাতের বিক্ষোভ মিছিলের একাংশ।
Leave a Reply