কচুয়ায় রহিমানগরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মানবধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১০ ডিসেম্বর মঙ্গলবার জাতিসংঘ ঘোষিত মানবধিকার ঘোষনা বাস্তবায়নে আন্তর্জাতিক মানবধিকার সংস্থ্যা আইন সহায়তা কেন্দ্র(আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপ- পরিচালক মোঃ হারুন অর রশিদের উদ্যোগে রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে বর্ণাঢ্য র্যালীটি শুরু হয়ে রহিমানগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে রহিমানগর ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় মানবধিকার সংস্থ্যা আইন সহায়তা কেন্দ্র(আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপ- পরিচালক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন মজুমদার,উপাধ্যক্ষ মনিরুজ্জামান,কচুয়া থানার এসআই মোঃ হুমায়ন কবীর,সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন,সাংবাদিক আবুল হোসেন, মানবধিকার সংগঠনের কর্মী শাহাদাত হোসেন রতন প্রমূখ। সভাপতির বক্তব্যে আইন সহায়তা কেন্দ্র(আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপ- পরিচালক মোঃ হারুন অর রশিদ বলেন,অসহায় ও মানবধিকার বঞ্চিত সাধারন জনগনের ন্যায্য অধিকার আদায়ে আইন সহায়তা কেন্দ্রের বিক্লপ নেই । আমাদের আইন সহায়তা কেন্দ্র আসকের মাধ্যমে কচুয়াসহ সারাদেশেল সুবিধা বঞ্চিত মানুষকে সকলপ্রকার আইনি সহায়তা প্রদানে সংগঠন প্রতিজ্ঞাবদ্ধ।
এসময়,কচুয়া প্রেসকøাবের সভাপতি আলমড়ীর তালকুদারসহ আন্তর্জাতিক মানবধিকার সংস্থ্যা আইন সহায়তা কেন্দ্র(আসক) ফাউন্ডেশনের নেতৃবন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র-ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবিঃ / আন্তর্জাতিক মানবধিকার দিবসের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন সংস্থ্যার কেন্দ্রীয় উপ- পরিচালক হারুন অর রশিদ।
Leave a Reply