কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য মো. সেলিম সভাপতি ও বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশন শেষে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
সম্মেলনে সভাপতি পদে মো. সেলিম পায় ১৪২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী পূর্ন চন্দ্র পায় ৫১ ভোট । এবং সাধারণ সম্পাদক পদে মো: বিল্লাল হোসেন মেম্বার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয় ও তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী তাজুল ইসলাম মেম্বার পায় ৪৭ভোট ।
নিবার্চন শেষে ফলাফল ঘোষণা করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
সম্মেলন ফলাফল ঘোষনা শেষে সবাই কলেজ থেকে বেড় হওয়ার সময় কলেজের বারান্দায় আওয়ামী লীগ নামধারী কতিপয় উশৃঙ্খল যুবক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো: আমির হোসেনের উপর অতর্কিত হামলা চালায় । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারি, কামরুননাহার ভূইয়া, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক মোতাহের হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, দপ্তর সম্পাদক দোলোয়ার হোসেন মজুমদার, সহ দপ্তর সম্পাদক মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠু, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা যুবলীগের সহসভাপতি সালাউদ্দিন ভুইয়া ,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি: ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ফাইল ছবি: নব-নির্বাচিত সভাপতি মো. সেলিম এবং সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।
Leave a Reply