লবনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ১৯ নভেম্বর কচুয়া পৌরবাজার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ। বাজারে লবনের সংকট গুজব ছড়িয়ে সাধারন ক্রেতাদের মাঝে বিভ্রাান্তির সংবাদে আকস্মিক কচুয়া বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রে দীপায়ন দাসশূভ। এসময় তিনি মনোহরী দোকানী ও ক্রেতাদের কাছে লবন সহ অন্যন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মজুদ এবং সরবরাহ সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি প্রতিটি পন্যের নির্ধরিত মূল্য তালিকা ক্রেতাদের সুবিধার্থে ঝুলিয়ে রাখার নির্দেশ প্রদান করেন। বজারে কৃতিম সংকট করে কোন পন্যের দাম বৃদ্বির চেষ্টা করা হলে ওই ব্যবসায়ীর বিরুদ্বে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।বাজারে লবনের কোন সংকট নেই। তাই সাধারন ক্রেতাদের গুজবে কান না দেওয়ার আহবান জানান। এ সময় সহকারি কমিশনার(ভ’মি) একিমিত্র চাকমা,থানা পুলিশ ও বাজার পরিচালনা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ায় লবনসহ নিত্য প্রয়োজনীয় দব্যেও মূল্য নিয়ন্ত্রনে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতের একাংশ।
Leave a Reply