পুষ্টি সমৃদ্ব খাবার,মা ও শিশুদের স্বাস্থ্য পরিচর্যার মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমিয়ে আনার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মর্তার কার্যালয়ের উদ্যোগে ৪শত৫০ জন ল্যাকটেটিং কর্মজীবী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান , পুষ্টিকর নাস্তা ,সাবান ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভর সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা সহকারি কমিশনার(ভুমি) একি মিত্র চাকমা,মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী ,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার প্রমূখ।
ছবিঃ কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মজীবী ল্যাকটেটিং মায়েদের মাঝে খাবার স্যালাইন,নাস্তা ,সাবান বিতরণ করছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরসহ অতিথি বৃন্দ।
Leave a Reply