কচুয়া উপজেলার গোহট গ্রামে গোহট জনকল্যান সংঘের উদ্বোধন করা হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী গোহট জনকল্যান সংঘের উদ্বোধন করেন ওই গ্রামের কৃতি সন্তান চাঁদপুর জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন ভ’ইয়া । সংঘের সভাপতি আবুল বাসারের সভাপ্রধানে উদ্বাধনোত্তর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ফরহাদ চৌধুরী ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,ওই গ্রামের বাসিন্দা সিনিয়র সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল,সংগঠনের সাধারন সম্পাদক মনতাজ উদ্দিন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা মো: সালাউদ্দিন ভুইয়া বলেন গোহটকে মাদকমুক্ত আলাকিত আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে যুবসমাজের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি এ গ্রামের সন্তান হিসেবে বলতে চাই দলমত নির্বিশেষে এ গ্রামের প্রতিটি মানুষের দায়িত্ব নিজ গ্রামের সকল অন্যায়ের বিরুদ্বে প্রতিবাদ করা। তিনি সবাইকে সম্মিলিতভাবে ভাল কাজ করে গোহট গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন। এ সময় সংগঠনের দেড়শতাধিক সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ ছবি;১/কচুয়ার গোহটে গোহট জনকল্যান সংঘের উদ্বোধন করছেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য মো:সালিউদ্দিন ভুইয়সহ অতিথিবৃন্দ।
Leave a Reply