কচুয়ার অজোপাড়াগায়ে সফলতার শীর্ষে থাকা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির নামে প্রতিষ্ঠিত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নিন্দপুর এম.কে আলমগীর স্কুল এন্ড কলেজ। কলেজের প্রতিষ্ঠতা বিতারা ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ ইসহাক শিকদার অজোপাড়াগায়ে পিছিয়ে পড়া জনগোষ্টির মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষে ১৯৯৮ সালে নিজ গ্রামে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলেন।
স্কুল পর্যায়ে ধারাবাহিক সফলতার পর ২০১৫ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়। বিগত বছরগুলোতে কলেজ পর্যায়ে এ প্রতিষ্ঠানটি এইচএসসিতে শতভাগ সফলতা অর্জন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫শত শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। স্কুল পর্যায়ে এমপিওভুক্তি হলেও, কলেজ পর্যায়ে ভালো ফলাফল হওয়া সত্বেও এমপিওভুক্তি না হওয়ায় কলেজটির কায়ক্রম চালিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে পরিচালনা পর্ষদকে। কচুয়ার আলোতিক মানুষ ও আধুনিক কচুয়ার উন্নয়নের রুপকার ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র নামে প্রতিষ্ঠিত স্কুল এন্ড কলেজটির কলেজ শাখা অগ্রাধিাকর ভিত্তিতে এমপিওভূক্তির জন্য শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি ,ড.মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবী জানান কলেজের গভর্নিং বডির সভাপতি মাহবুবুর রহমান চুন্নূ, অধ্যক্ষ মো: হাবিবুর রহমান সেলিমসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
Leave a Reply