কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিশির,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানমকে সংবর্ধনা দেয়া হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার কচুয়া পৌরসভার কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম। এ সময় সংবর্ধিত অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। একই দিনে কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ,সনদ,নগদ অর্থ ও বার্ষিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের বিশেষজ্ঞ ড. মো: শাহ আলম মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কচুয়া থানা অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমির হোসেন মজুমদার, প্রতিষ্ঠাতা পরিচালক ফখরুল ইসলাম। এসময় কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান,পরিচালনা পর্ষদের সদস ইলিয়াছ মিয়া, বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবি: সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির
Leave a Reply