চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে যুবলীগ একাংশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টে শনিবার বিকেলে কচুয়া উপজেলার বিশ^রোড এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কচুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েলের সভাপ্রধানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহপরান। লিখিত বক্তব্যে তিনি বলেন, কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল কোন প্রকার কারন দর্শানো ছাড়াই উপজেলার প্রায় ৮ টি ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করেছে। যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। এসময় তিনি পূর্বের কমিটি ১৫ দিনের মধ্যে বহাল না করা হলে অবরোধ কর্মসূচি গ্রহন করবে বলে জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, উপজেলা যুব লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদ পলাশ, অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পৌর যুব লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মোস্তফা,ইউনিয়ন ুযবলীগের সভাপতি মোস্তফা কামাল,দুলাল খান, শরীফ মানছুরী,সাধারন সম্পাদক ডা: গিয়াস উদ্দিতন প্রমূখ।
সংবাদ সম্মেলন শেষে বিশ^রোড এলাকায় বিএনপির সহসভাপতি শাসুজ্জামান দুদু টিভি টকশোতে ১৫ আগষ্ট নিয়ে কটুঁক্তি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে একটি মানবন্ধনে অংশগ্রহন করে।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার নেতাকর্মী উপস্থিত ছিলেন
বিভিন্ন কমিটি বিলুপ্তির বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন মুঠোফোনে বলেন মেয়াদ উর্ত্তীন কমিটি স্থানিয়ি সংসদ সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীর ও চাঁদপুর জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদকের সাথে পরামর্শ করে বিলুপ্ত করা হয়েছে।
ছবি: কচুয়ায় যুবলীগের একাংশের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন যুগ্ম সাধারন সম্পাদক শাহপরান
Leave a Reply