কচুয়া উপজেলার ৭ নং কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের ৬ এবং ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রিয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য মো: শাহজাহান শিশির। সোমবার ২৩ সেপ্টেম্বর বিকেলে হোসেনপুর সরকারি বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনে সর্বসম্মতি ক্রমে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে মনু মিয়া মেম্বার এবং সাধারণ সম্পাদক পদে সিরাজুল হক নির্বাচিত হয়েছে। একই স্থানে সর্বসম্মতি ক্রমে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে আবু ছালেহ এবং সাধারণ সম্পাদক পদে শাহকামাল নির্বাচিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠুর সভাপ্রধান ও সাধারণ সম্পাদক শাহদাত মেম্বারের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো: আলমগীর তালুকদার,সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ: জাব্বার বাহার,সদস্য আলী আজগর প্রধান, আওয়ামী লীগ নেতা আফজাল মুন্সি,আবুল হোসেন, ওয়ার্ড সভাপতি মজিবুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহদাত হোসেন প্রমূখ।
এসময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ফাইল ছবি: কচুয়া সদও দক্ষিন ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিশির নীচে নির্বাচিত দুই ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকে ফাইল ছবি।
Leave a Reply