কচুয়ায় মাদক,জঙ্গীবাদ,বাল্যবিবাহ, যৌন হয়রানি ও নারী নির্যাতন প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালিউল্লাহ।
ছবি : মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ
মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আঃ মোতালেবের সভাপ্রধানে সমাবেশে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, মাদ্রসার সুপার আবু ইফসুফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ পাটওয়ারি, কড়ইয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারভেজ ভূইয়া প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক সামস মিঠু,সাধারন সম্পাদক জসিম উদ্দিন প্রধান,যুবলীগ নেতা মোস্তফা,সুমন মিয়া প্রমূখ। এ সময় কচুয়া থানার অফিসার ইনচার্জ মাদ্রসার শিক্ষার্থদের মাদক থেকে দুরে থাকার জন্যে শপথ বাক্য পাঠ করান। আলোচনা শেষে শোকাবহ আগষ্ট মাস ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।
ছবি : মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ ।
Leave a Reply