কচুয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক ,শারিরিক বিকাশ ও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার কচুয়া পৌরসভার মনোয়ারা মেডিকেল সেন্টারের সার্বিক তত্বাবধানে বেসরকারি সংস্থা সোলাইমান খোকন স্মৃতি ফাউন্ডেশন ও শিশু বিকাশ ফাউন্ডেশনের আয়োজনে মেডিকেল ক্যাম্পিং এর উদ্বোধন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আক্তারুজ্জামান।
দিনব্যাপি মেডিকেল ক্যাম্পিং এ শিশুমনোবিজ্ঞানী ডা: সুলতানা রাজিয়াসহ অন্যান্য চিকিৎসকগন প্রায় ২শত অটিষ্টিক শিশুকে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইয়াসমিন আক্তার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক মফিজুল ইসলাম বাবুল,কোষাধ্যক্ষ নজরুল ইসলাম,সদস্য আলমগীর হোসেন পাটওয়ারি,মনোয়ারা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফিজিওথেরাপিষ্ট মোরশেদ আহমেদ সুমন ,পরিচালক মহিউদ্দিন প্রমূখ।
Leave a Reply