কচুয়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মোঃ রুবেল নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।২১ আগষ্ট বুধবার পল্লী সঞ্চয় ব্যাংক কচুয়া শাখার মাঠ সহকারী ঝুমুর রাণী বৌদ্দ কচুয়া উত্তর ইউনিয়নের কড়ইয়া গ্রামে ঋণের টাকা সংগ্রহ শেষে কচুয়া ফিরছিলেন। এসময় কড়ইয়া থেকে নাহারা আসার পথে চান্দিনা উপজেলার বাড়ারুয়া গ্রামের কবির হোসেনের ছেলে রুবেল (২৩) ঝুমুর রাণী বৌদ্দের ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। তার ঢাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রুবেলকে আটক করে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ রুবেলকে আটক করে কচুয়া থানায় নিয়ে আসে।এঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply