বিনম্র শ্রদ্ধায় কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকি ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শোক র্যালি ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন,আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শোক র্যালি উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপ্রধানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির।
ছবি: কচুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালির একাংশ
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভ’মি) রুমনদে,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পুলিশ পরিদর্শক(তদন্ত)মোহাম্মদ শাহজাহান কামাল ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া প্রমূখ । অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উল্লেখযোগ্য প্রমান্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা শেষে রচনা,বিতর্ক,চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। একই দিনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুরুপ কর্মসূচি পালনের সংবাদ পাওয়া গেছে।
Leave a Reply