আশেক আলী খান স্কুল এন্ড কলেজ চাঁদপুর জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৯ উপলক্ষে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ নির্বাচিত হয়েছে। ৮ আগষ্ট বৃহস্পতিবার চাঁদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান(কলেজ) হিসেবে কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খানের নিকট থেকে সম্মাননান স্মারক,সনদ গ্রহন করেন। প্রতিষ্ঠানটি শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় ইতিপূর্বে তিনবার উপজেলা পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: মিজানুর রহমান শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করেন।
এক প্রতিক্রিয়া কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান মহান রাব্বুল আল আমিনের নিকট শুকরিয়া আদায় করেন এবং এ সম্মাননা অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট মরহুম আশেক আলী খান সাহেবের নামে উৎসর্গ করেন।তিনি প্রতিষ্ঠানের এ সাফল্যের জন্য সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী,কচুয়া মাটি ও মানুষের নেতা, ড. মহীউদ্দীন খান আলমগীর এম.পি স্যারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানের বর্তমান গভর্নিং বডির সভাপতি সর্বজন শ্রদ্ধেয় জনাব সিতারা আলমগীর, সাবেক সভাপতি, কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক সুলতানা খানম, শিক্ষক, কর্মচারী,ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করে বলে জানান।
এ অর্জনের জন্য তিনি মানণীয় জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ,গনমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ চাঁদপুর জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের সাবেক ছাত্র কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার কলেজের অধ্যক্ষ ,পরিচালনা পর্ষদ,শিক্ষক,শিক্ষার্থীসহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
ছবি: চাঁদপুরের জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খানের নিকট থেকে আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান সম্মাননান স্মারক,সনদ গ্রহনের একাংশ ।
Leave a Reply