কচুয়ায় মনোরম পরিবেশে হুফফাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার কার্যক্রম চলছে । হুফফাজুল কুরআন ইন্টান্যাশনাল মাদ্রাসাটি কচুয়া -হাজীগঞ্জ সড়কের পাশে ডুমুরিয়া এলাকায় অবস্থিত। সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খোরশেদ আলম এ দ্বীনই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। দক্ষ হাফেজ হওয়ার জন্য ইতিমধ্যে হুফফাজুল কুরআন ইন্টান্যাশনাল মাদ্রাসাটি সুখ্যাতি অর্জন করেছে। এ মাদ্রাসায় বর্তমানে ৫৮ জন আবাসিক ছাত্র রয়েছে। এখানে নুরানী ,নাজেরা ও হিফজে বিভাগে কুরআন শিক্ষা দেওয়া হয়। ১১ এপ্রিল অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ১১ জন পূর্নাঙ্গ হাফেজকে পাগড়ী প্রদান করা হয়েছে । ওই দিন উজানীর পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আশেক ইলাহী প্রধান অতিথি হিসেবে কুরআন হাফেজদের পাগড়ী পরিয়ে দেন । তাছাড়া ওই অনুষ্ঠানে কচুয়া মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মাওলানা আবু হানিফা,কচুয়া বড় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মাহবুবুর রহমানসহ প্রখ্যাত আলেমগন উপস্থিত ছিলেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সমাজ সেবক আলহাজ্ব খোরশেদ আলম জানান মনোরম পরিবেশে দক্ষ হাফেজ দ্বারা সকল ছাত্রদের কুরআন শিক্ষা দেওয়া হয় এবং মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদের তিন বেলা খাবারের ব্যবস্থা রয়েছে । মাদ্রাসাটি সুন্দরভাবে পরিচালনা করতে তিনি এলাকাবাসীসহ সকলের সহযোগীতা কামনা করেছেন।
Leave a Reply