কচুয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্টার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৮ জুলাই রবিবার এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র্যালী কেক কাটা,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দী খান আলমগীর এমপি।সাংগঠনিক বিষয়ে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পংকজ দেবনাথ এমপি।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ,কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আঃ হাই বাবলু,কুমিল্লা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোসলেম উদ্দীন, জেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক এসএম জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক এমএ হাসান লিটন,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহীম খলিল বাদল,সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমূখ,পৌর স্বেচ্ছাবক লীগের সভাপতি আঃ মান্নান,সাধারন সম্পাদ স¤্রাট ইয়াছিন। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ কেক কাটার মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
ছবি ২ঃ প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ অন্যান্য অতিথি বৃন্দ কেক কাটার মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের একাংশ।
Leave a Reply