কচুয়া উপজেলার সাচারে মিতুমনি এলপিজি অটোগ্যাস ও ফুয়েল এন্ড ফিলিং স্টেশনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। ২৮ জুলাই রবিবার উপজেলা সাচার বাজারে অবস্থিত সাচারে মিতুমনি এলপিজি অটোগ্যাস ও ফুয়েল এন্ড ফিলিং স্টেশনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন ও উদ্বোধনোত্তর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ।এ সময় তিনি বলেন ,সাচার কচুয়ার বানিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সিএনজি ষ্টেশন হওয়ার ফলে এ এলাকার মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে।
মিতুমনি এলপিজি অটোগ্যাস ও ফুয়েল এন্ড ফিলিং স্টেশনের স্বত্তাধীকারী মোঃ শহীদ দর্জির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজল রেখা,পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন লিটন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালিউল্লাহ (অলি) প্রমূখ।
ছবি ৩ঃ কচুয়ার সাচার মিতুমনি এলপিজি অটোগ্যাস ও ফুয়েল এন্ড ফিলিং স্টেশনের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্ভোধন করছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply