কচুয়ায় ছেলে ধরা গুজব, নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে সচেতনতা মূলক ব্যাপক প্রচারনা চলছে । কচুয়া থানা প্রশাসনের পাশাপাশি উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি ,স্থানীয় প্রশাসন,কচুয়া প্রেসক্লাবের আয়োজনে পথসভা,মাইকিং,স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , মসজিদ ও হাটবাজারে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ওয়ার্ডে চলছে মাইকিং ,পথসভা ও লিপলেট বিতরন । বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে কচুয়া থানার পক্ষ থেকে সমগ্র উপজেলা ব্যাপি প্রচারনা চলছে।
২৭ জুলাই শনিবার কচুয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে বঙ্গবন্ধু সরকারি কলেজে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
ওই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করেন কচুয়া থানার ওসি ওয়ালিউল্লাহ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রানধন দে, সহ-সভাপতি তরিকুল ইসলাম মুন্সি, কোষাধ্যক্ষ আনোয়ার শিকদার, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, কচুয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাটাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবুন্দ।
ছবি: কচুয়ায় গুজব প্রতিরোধে লিফলেট বিতরণ করছেন ওসি ওয়ালী উল্লাহ
Leave a Reply