কচুয়ায় অভিনব কৌশলে রান্না করা গরুর হাড়ে ভিতরে ৭শত পিচ ইয়াবা ঢুকিয়ে প্রবাসে পাঠানোর ঘটনায় রিপন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।২৫ জুলাই বৃহস্পতিবার উপজেলার উজানী গ্রামের সিকদার বাড়িতে এঘটনা ঘটে।
জানাগেছে সিকদার বাড়ির আব্দুল খালেকের ছেলে বাহরাইন প্রবাসী) বশির বাড়িতে ছুটি কাটিয়ে প্রবাসে ফেরত যাওয়ার সময় তার সাথে থাকা কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সুজনের জন্যে তার বড়ভাই মাদক ব্যবসায়ী রিপন রান্না করা গরু মাংস একটি বক্সে করে বশিরের নিকট দেয়।
বশির মালামাল প্যাকিং করার সময় বক্সের ওজন সন্দেহজনক বেশী মনে হলে পরিবারের লোকজন বক্সটি খুলে গরু হাড়ের ভিতর ইয়াবা দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমানকে সংবাদ দেয়। ইউপি সদস্য মুজিবুর রহমান সু-কৌশলে গরুর মাংস প্রবাসে নেওয়া যাবে না বলে মাদক ব্যবসায়ী রিপনকে ডেকে এনে আটক করে রাখে।
সংবাদ পেয়ে সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) শেখ রাসেল, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ, সেকেন্ড অফিসার এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে মাদক ব্যবসায়ী রিপনকে গ্রেফতার করে ইয়াবাসহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ছবি: কচুয়ায় গরুর হাড়ের ভিতর থেকে উদ্বারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রিপন।
Leave a Reply