কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সদস্য পদ ও সাচার ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন ২৫ জুলাই বৃহস্পতিবার। পালাখাল মডেল ইউনিয়নের ওই ওয়ার্ডে ১ হাজার ৯ শত ৬৭ জন ভোটার প্রত্যক্ষ ভোট দানের মাধ্যমে ১ জন সদস্য নির্বাচিত করবে।সদস্য পদে প্রতিদ্বন্ধী প্রার্থীরা হল আইনপুর গ্রামের মামুনুর রশিদ (ফুটবল), শংকরপুর গ্রামের মোঃ শাহজাহান (মোরগ) ও আইনপুর গ্রামের রফিকুল ইসলাম গাজী মেম্বার (তালা)।
ওই ওয়ার্ডের ভোটারগণ আইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ১ জন সদস্য নির্বাচিত করবে।
অপরদিকে সাচার ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ৫ হাজার ২ শত ২৯ জন ভোটার একজন সংরক্ষিত সদস্য নির্বাচিত করবে।রাগদৈল সিনিয়র মাদ্রাসা, রাগদৈল উচ্চ বিদ্যালয় ও বজরীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
প্রতিদ্বন্ধী প্রার্থীরা হল রাগদৈল গ্রামের ঝর্ণা আক্তার (বই), বজরীখোলা গ্রামের মোরশেদা বেগম (মাইক)।
রিটার্নিং অফিসার ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল খালেক জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
Leave a Reply