দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার ২৫ বছর পদার্পন উপলক্ষ্যে রজতজয়ন্তী ও একাদ্বশ পাঞ্জেরী- চাঁদপুর কন্ঠ বিতর্ক প্রতিযোগিতার উল্লাস ফাইনালে একক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে জেলার বহুল আলোচিত কচুয়া উপজেলার একমাত্র সাংস্কৃতিক সংগঠন ঝিলমিল সাংস্কৃতিক সংঘ। ১৭জুন সোমবার সন্ধায় চাঁদপুর শিল্পকলা একাডেমীতে রাবেয়া আক্তারের উপস্থাপনায় এ সংগীত পরিবেশন করেন-সংগঠনের শিল্পি তোফায়েল হোসেন মোহন, নন্দিতা দাস ও আকবর হোসেন মিন্টু। জাদু ও কৌতুক পরিবেশন করেন- মাসুদ এবং ইউনুস মিয়াজী। প্রায় দেড় ঘন্টা এ মনমুগ্ধকর অনুষ্ঠানটি দর্শক শ্রোতারা উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে চাঁদপুরের কন্ঠের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এ্যাডভোকেট ইকবাল বিন বাশারের সভাপতিত্বে ও প্রধান সম্পাদক কাজী শাহাদাতের উপস্থাপনায় চাঁদপুরের গুনী ও সুধিজনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রত্রিকাটির রজতজয়ন্তী পালন করা হয় । সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশেষ নাট্য ব্যাক্তিত্ব ফরহাদ চৌধুরী, সহসভাপতি সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল উপস্থিত থেকে এ সময় কচুয়া ঝিলমিল সংঘের পক্ষে শিল্পিদের অনুপ্রেরণা যোগায় ।
Leave a Reply