কচুয়ায় গরীব অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। ১৬ জুন রবিবার উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বুরগী গ্রামে প্রফেসর সৈয়দা নুরন্নাহার বেগম নিশু স্মৃতিঘর ট্রাষ্টের উদ্যোগে গরীব অসহায় রোগীদের বিশেষজ্ঞ ডাক্তারগন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। ওই দিন প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ, চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় । এসময় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ,স্বাধীনতা পদকপ্রপাপ্ত চিকিৎসক গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মারিয়া ইসলাম,বক্ষ্যব্যাধি হাঁপানী ও এলার্জি চিকিৎসক মোঃ জামিল রেজা চৌধুরী,মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক সৈয়দ ফেরদৌস,শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক জুয়েল রানা,অর্থোপেডিকস ও ব্যথা বেদনা বিশেষজ্ঞ চিকিৎসক তানভির হায়দারসহ বেশকয়জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপি চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ট্রাষ্টের চেয়ারম্যান সাবেক যুগ্ম সচিব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা প্রমূখ।
ছবি: কচুয়া বুরগী গ্রামে গরীব অসহায়দের বিনামূল্যে সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক স্বাধীনতা পদকপ্রপাপ্ত চিকিৎসক সৈয়দা বদরুন্নাহার চৌধুরী চিকিৎসা প্রদান করছেন।
Leave a Reply