কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ডেজারের মালামাল নষ্ট ও ফুটপাথে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করায় জরিমানা করা হয়েছে । ১৪ জুন শুক্রবার সহকারি কমিশনার(ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমনদে পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর মোল্লার কড়ইয়া মোল্লা বাড়ির পুকুর থেকে ড্র্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে খাল দখল করারর কারনে ডেজারের মালমাল গুড়িয়ে দেওয়া হয় এবং ডেজারের পাইপ জব্দকরা হয়।
স্থানিয়রা জানান একটি প্রভাবশালী মহল উধুরা খালের অন্তত ৮টি স্থানে বাঁধ দিয়ে বাড়ি ও পুকুর খনন করে ফেলেছে। ফলে খালের অস্তিত বিলীন হতে চলছে। ভ্রাম্যমান আদালতের সময় ড্রেজারের মালিক ইব্রাহীম গাজী ও কাউন্সিলর জাহাঙ্গীর মোল্লাকে পাওয়া যায়নি।
তাছাড়া বিশ্বরোড এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করার কোযা চাঁদপুর এলাকার বজলুর রহমানকে ২হাজার টাকা জরিমান করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমনদে রাস্তার পাশ থেকে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন যান ও জন চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান বসানো যাবেনা।
Leave a Reply