তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন ,সচেতনা বৃদ্বি, বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে কচুয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।২৩ মে বৃহস্পতিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা প্রকল্পের আয়োজনে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শারমিন সুলতানার সভাপ্রধানে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ’মি) রুমনদে ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা বিথি রানী চক্রবর্তী,ইউপি চেয়ারম্যান মো: কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,সাংবাদিক জিসান আহমেদ নান্নু প্রমূখ।
এসময় ওই গ্রামের শতাধিক নারী উঠান বৈঠকে অংশ গ্রহন করেন।
Leave a Reply