কচুয়া উপজেলার রহিমানগর বাজার যানজট মুক্ত করতে ভ্রাম্যমান আদালত কঠোর নির্দেশ প্রদান করেছে। রবিবার বিকেলে কচুয়া উপজেলার গুরুত্বপুর্ণ রহিমানগর উত্তর বাজার বাসস্ট্যান্ড যানজট মুক্ত করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে । এ সময় তিনি সিএনজি চালক ও এর সাথে সম্পৃক্ত সবাইকে ডেকে কঠোর নির্দেশ প্রদান করেন।সিএনজি চালক স্ট্যান্ডের দুইপাশে গাড়ি পার্কিং না করা এবং নির্দেশ অমান্য করলে তাদের আইনের আওতায় নেয়া হবে বলেও নির্দেশ প্রদান করেন।
তাছাড়া ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজেষ্ট্রেটে রুমনদে রহিমানগর দক্ষিন বাজারের বিসমিল্লাহ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে ২ হাজার টাকা ও একটি ফুটপাত দোকানীকে ২ হাজার টাকা সহ মোট ৪ হাজার টাকার দন্ডাদেশ প্রদন করেন। ভ্রাম্যমান আদালতের সহযোগিতায় ছিলেন কচুয়া থানা পুলিশ সদস্যবৃন্দ। সম্প্রতি দফায় দফায় রহিমানগর বাজারের যানজট এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের কারনে স্থানীয় জনগন ও সুধীজন কচুয়া উপজেলা প্রসাশনকে অভিনন্দন জানিয়েছে।
Leave a Reply