কচুয়ায় শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহনের লক্ষে র্যাব,পুলিশ,বিজিবি ও আনসার সদস্য মোতায়ন করা হয়েছে। রবিবার কচুয়া উপজেলার মোট ১০৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহনের লক্ষ্যে শনিবার সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটের সামগ্রী প্রিজাইডিং অফিসারের মাধ্যমে প্রেরন করেন রির্টানিং চাঁদপুর জেলার অফিসার মো: হেলাল উদ্দিন খান ও সহকারী রির্টানিং অফিসার কচুয়া মো: আনোয়ার হোসেন।
ররিবার কচুয়ায় ১০৯টি কেন্দ্রে ২লক্ষ ৬৫ হাজার ৪শ ৬৬ জন ভোটার প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করবে। উপজেলা চেয়ারাম্যান পদে আওামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মো: শাহজাহান শিশিরসহ ২জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে মো: মাহবুব আলম তালা মার্কা ,মো: শাহজালাল প্রধান উড়োজাহাজ মার্কা ও এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা সহিদ বৈদ্যুতিক পাখা, সুলতানা খানম ফুটবল ও শ্যামলী বেগম প্রজাপ্রতী ও আমেনা বেগম কলসী প্রতীকে নির্বাচন করছে। থানা প্রশাসনের পক্ষ থেকে ৯২টি কেন্দ্রেকে ঝুঁকিপূর্ন কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠ ভাবে ভোট গ্রহনের লক্ষ্যে পুলিশ,আনসার,বিজিবি ও র্যাব সদস্য মোতায়ন করা হয়েছে। শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন ও অনাকাঙ্খিত ঘটনা প্রতিরেধে দুই গ্রুপে ২০জন র্যাব সদস্য, ৭০ জন বিজিবি,পুলিশ সদস্য ৫১৭ ও প্রায় ১৩শ আনসার ও গ্রাম পুলিশ মোতায়ন হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ভোট কেন্দ্রে মহড়া দেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ,ওসি মো: ওয়ালী উল্যাহ,ওসি তদন্ত মো: শাহজাহান কামাল।
কচুয়া : ভোট কেন্দ্রে ভোটের সামগ্রী বিতরনের একাংশ
Leave a Reply