সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবীতে চাঁদপুরের কচুয়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কচুয়া উপজেলা পরিষদ চত্তরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির আয়োজনে ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবীতে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী ও প্রাথমিক গনশিক্ষা প্রতিমন্ত্রীর বরাবর প্রেরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়। এসময় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক ওমর খৈয়াম বোগদাদী রুমীসহ উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি সহা¯্রাধিক শিক্ষক মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানব বন্ধনের আয়োজক চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক ওমর খৈয়াম বোগদাদী রুমী বলেন শিক্ষক সমাজের দাবী দেশরতœ প্রধান মন্ত্রীর শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার অনুযায়ী সহকারি শিক্ষকদের এগারতম গ্রেডে উন্নীত করলে শিক্ষকদের মর্যাদা বৃদ্বি পাবে । তাই আমাদের দাবী বাস্তবায়নের জন্য আমরা জোর দাবী জানাচ্ছি।
ছবিঃ বেতন গ্রেড উন্নীত করার দাবীতে কচুয়ায় প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান স্মারকলিপি প্রদান ও মানববন্ধনের একাংশ।
Leave a Reply