আলমগীর তালুকদার:ব্যাংকিং সকল সেবার পাশাপশি বসন্তের আগমন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সোনালী ব্যাংক কচুয়া শাখার উদ্যোগে ব্যতিক্রমী গ্রাহক সেবা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি বৃৃৃৃৃহস্পতিবার সকালে কচুয়া পৌরসভার ব্যাংক পাড়ায় অবস্থিত সোনালী ব্যাংকের শাখাটি বিভিন্ন রকেমর ফুল ও বেলুন দিয়ে সুসজ্জিত করা হয়। ব্যাংকের ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার নুরে আলম চৌধুরী গ্রাকদের সাথে ব্যাংকের সর্ম্পক সুদৃঢ় করতে এই ব্যতিক্রমী আয়োজন করেন। এসময় তিনি ব্যাংকে আগত গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা /কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গদের বসন্তের ফুল দিয়ে বরন,গ্রাহকদের সাথে কুশল বিনিমিয় ও লাভ চকলেট বিতরণ করেন।
ব্যাংকিং সেবা সম্পর্কে শাখা ব্যবস্থাপক নুরে এ আলম চৌধুরী বলেন সোনালী বাংক জনগনের ব্যাংক, ব্যাংকের গ্রহকদের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে আমাদের এ আয়োজন । এ সময় ব্যাংকের সিনিয়র অফিসার আ: কাদের ,অফিসার আমির মোহাম্মদ কবির ও শাহজামালসহ ব্যাংকে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ব্যাংকে আসা গ্রহকদের সেবা প্রদন কার্যক্রমে অংশ গ্রহন করেন।
এছাড়া ওই দিন সকালে ম্যানেজার নুরে আলম চৌধুরী কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ ,কচুযা প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদারকে ফুল দিয়ে বসন্তের আগমন ও বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা জানান।
বিশ্ব ভালভাসা দিবসে সোনালী ব্যাংকের ম্যানেজার নুরে এ আলম চৌধুরী গ্রহকদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের একাংশ
Leave a Reply