একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীর কচুয়ায় সংবর্ধিত হয়েছেন। বৃহস্পতিবার ১০ডিসেম্বর কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে সংবর্ধিত অতথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর-১ কচুয়া আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি,বিশেষ অতিথি এমপির স্ত্রী সিতারা আলমগীর।
এ সময় সিতারা আলমগীর বলেন ,পশ্চাতপদ কচুয়ায় আমি যখন ৫০ বছর পূর্বে প্রথমে আসি তখন কচুয়া এলাকার রক্ষনশীল মানুষ নারী শিক্ষায় পিছিয়ে ছিল। ড.আলমগীর সেই কচুয়ার সর্বত্র উন্নয়ন করেছেন; ফলে আজকে সমাজে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হেেয়ছে ফলশ্রুতিতে গ্রাম আজ শহরে রুপান্তরিত হচ্ছে। কচুয়া আজ সব কিছুতে সমৃদ্ধ। সব মানুষের জীবনযত্রার মান উন্নয়ন হয়েছে। আমাদের পরিবার দীর্ঘ ২৫ বছর কচুয়ার মানুষের কল্যানে কাজ করে আসছে। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ নব-নির্বাচিত সংসদ সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীরকে সংবর্ধনা দিয়ে যে সম্মান দিয়েছেন সেজন্যে তাঁকে ধন্যবাদ জানাই।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপ্রধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,সহকারি কমিশনার (ভ’মি) রুমনদে,অফিসার ইনচার্জ সৈয়দ আতাউর রহমান ভুইয়া,সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হায়দার আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা বিথিী রানী চক্রবর্তী ,যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব ্্্্উল আলম,সোনালী ব্যাংক কচুয়া শাখার ম্যানেজার শামিম চৌধুরী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক আরিফুল ইসলাম দিপুসহ উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় কর্মকর্তাগন।
অনুষ্ঠানের শুরুতে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ নব-নির্বাচিত সংসদ সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীর ও তাাঁর সহধর্মিনী সিতারা আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply