কচুয়ায় গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ত্রীড়া সমিতির আয়োজনে উপভোগ্য ফুটবল খেলায় হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় ১-০ গোলে আশেক আলী খান উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়নশীফ ট্রপি অর্জন করে। ।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপ্রধানে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন।
একাডেমিক সুপার ভাইজার আহসানুল হকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ভঁ’ইয়া, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, ইমাম হোসেন সোহাগ, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোঃ শহীদউল্লাহ বিএসসি , মোঃ ইলিয়াস মিয়া, কচুয়া পৌর সভার প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণন সম্পাদক মোফাচ্ছেল খান, ছাত্র লীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্র লীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন সজীব প্রমূখ। ফুলবল খেলা শেষে অতিথিবৃন্দবিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেষ্ট, সনদ ও পুরষ্কার বিতরণ করেন ।
ফুটবল খেলায় বীজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ ,বিশেষ অতিথি কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপনসহ অতিথি বৃন্দ
Leave a Reply