কচুয়া থানা অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল বলেছেন- জনগনের সেবার জন্য পুলিশের দ্বার সব সময় উম্মোক্ত। পুলিশের উপর মানুষের যে আস্থা রয়েছে সে আস্থা ও পেশাগত দায়বদ্ধতার কারনে জনগনের প্রতি পুলিশের দায়িত্ববোধ আরো বেড়ে গেছে। কোন মাদক ব্যবসায়ী ও সেবীকে আমরা শান্তিতে বসবাস করতে দিতে পারি না। মাদকের সাথে আমাদের কোন আপোষ না থাকার কারনে সমগ্র উপজেলায় মাদকের ব্যবহার ও বিক্রি অনেকাংশে হ্রাস পেয়েছে। সমাজের সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে কাজ করে আমরা সমাজ থেকে মাদক, বাল্য বিবাহ, জঙ্গী প্রতিরোধ ও যৌন হয়ারানি রোধ করতে সক্ষম হবো। তিনি ১৪ মার্চ মঙ্গলবার কচুয়া থানা প্রশাসন কর্তৃক আয়োজিত ওপেন হাউজডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কচুয়া থানা পুলিশিং কমিটির সভাপতি যুদ্ধকালীন কমান্ডার আ: রশিদ পাঠানের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছুল হকের পরিচালনায় ওপেন হাউজডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গোহট (উ:) ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সী, কচুয়া সদর (দ:) ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মুন্সী, পৌর আওয়ামী লীগের আক্তার হোসেন সোহেল ভূঁইয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক প্রাণধন দেব, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ: মালেক পাটওয়ারী, অলিউল্যাহ সরকার, পূর্বসহদেবপুর ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আ: হালিম দেওয়ান, কাদলা ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাটা, উপজেলা ছাত্র লীগের সিনিয়র সহসভাপতি মাহবুবে রাব্বি মানিক, ছাত্রলীগ নেতা সবুজ, ও গৃহিনী তানিয়া আক্তার প্রমূখ।
কচুয়া: ওপেন হাউজডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন- কচুয়া থানা অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল।
Leave a Reply