দুস্থ অসহায় মানুষের বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।১৮ নভেম্বর শুক্রবার উপজেলার বিতারা ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি সংস্থা রোটারি ক্লাব চট্রগ্রাম (পূর্ব) ৩২৮২ কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৩৩ জন রোগীর ডায়াবেটিস পরীক্ষা,২৫০ জন মা ও শিশুর চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- রোটারি ক্লাব চট্রগ্রামের প্রেসিডেন্ট হাসিনা আক্তার লিপি,চট্রগ্রাম ডায়াবেটিস সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শহীদ দর্জি প্রমুখ।
কচুয়াঃ বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষার একাংশ।
Leave a Reply