৭৫,’র ১৫ আগস্ট বাঙ্গালী জাতীর জন্য কলংকজনক অধ্যায়
১৫ই আগষ্ট ১৯৭৫ইং এই সময়টা আমি ৫ম-শ্রেনীর ছাত্র। বর্ষাকাল সকাল ৯:৩০মিঃ এ বই পুস্তুক নিয়ে স্কুলে পৌছিলাম । ঠিক বেলা ১১:৩০মিনিটের স্কুলের দপ্তরী ৫কেজি ওজনের পিতলের বেলটা টুন টন, করে মোট একটা হাতুড়ি দিয়ে প্রথমে ছয়টি বড় বড় বাড়ি মেরে আওয়াজ বসিয়ে দিল, তারপর ছোট ছোট অসংখ্য বাড়ি দিয়ে বলছিল স্কুল ছুটি তোমরা সবাই বাড়ি চলে যাও। বাড়ির পথে রওয়ানা হলাম, খানিকটা পর শুনলাম আমাদের জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা করা হয়েছে, সংবাদটা বাংলাদেশ রেডিও বেতার থেকে সংবাদ বুলেটিনং মাধ্যমে প্রচার করলো। এই হত্যা করলে কিছু মানুষ রুপি পশুত্বের অধিকারী বিপদগামী সেনাবানিীর সদস্য। বাংলাদেশের স্বাধীনতার জন্য জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তি যুদ্ধ করেছে বাঙ্গালী জাতি, ইজ্জ্বত দিয়েছে মা- বোনরা, ৩০ লক্ষ্য বাঙ্গালী শহীদ হয়েছে। একটি লাল সবুজের পতাকা অর্জন এবং মাতৃভূমির স্বাধীনতা অর্জন , আমাদের অধিকার আদায় জন্য অকাতরে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। জাতীর পিতার হত্যাকারীদের বিচার হবেনা বলে ইনডেমনিটি অধ্যাদেশ জারী করা হয়েছিল বর্তমান প্রধান মন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে সে কালো আইন বাতিলের পর হত্যাকারীদের বিচার হয়েছে ।
আর সমালোচনা নয়, এই দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর ডাকে। বঙ্গবন্ধু আমাদের সবার । আসুন স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার লক্ষে সবাই একসাথে কাজ
করি
লেখক পরিচিতি
মোস্তফা ফখরুদ্দিন আহমেদ
“চেয়ারম্যান”
স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল
Leave a Reply