পৌরসভা নির্বাচনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন মাহমান্য হাইকোট। ১৪ ডিসেম্বর সোমবার ঢাকা হাইকোর্টের মহামান্য বিচারপতি নাঈমা হায়দারের আদালতে এই রায় ঘোষনা করেন। আদালতের রায়ে কচুয়া উপজেলা রিটার্নিং অফিসার মুহম্মদ আশরাফ হোসনকে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আল মামুনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করে তাকে পৌরসভা নির্বাচনে অংশগ্রহন করার আদেশ প্রদান করেন । প্রসংগত:- মনোনয়নপত্র যাচাই বাছাইকালে তথ্য গোপনের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন উপজেলা রিটার্নিং অফিসার।প্রার্থী মামুন তার প্রার্থীতা বহালের জন্য জেলা আপিল আদালতে নিকট আপিল করলে পূর্বের আদেশ বহাল রাখেন । এ ব্যাপারে মামুন ঢাকার মহামন্য হাইকোর্টে ১৩ ডিসেম্বর রবিবার রিট করেন যার নং ১২২৬৭। মামুনের পক্ষে আইনজীবি ছিলেন অ্যাড,আঃ বাছেদ,আঃ কাদের ও সম রেজাউল করীম।
Leave a Reply