সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা,স্বাস্থ্য ,খাদ্য ও বিদ্যুত খাতে সর্বাধিক উন্নতি সাধিত হয়েছে । দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করন করা হয়েছে এবং ওই সমস্ত বিদ্যালয়ের সকল শিক্ষকদের চাকুরী সরকারি করন করা হয়েছে । বাংলাদেশ এখন আমাদের প্রয়োজনীয় খাদ্য মিটানোর পর উদ্বৃত খাদ্য বিদেশে রপ্তানী করা হয়। দেশের বিদ্যুতের উৎপাদন বেড়েছে। ফলে সারা দেশের ন্যায় ২০১৬ সালের মধ্যে কচুয়ার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলোকে আলোকিত করা হবে। তিনি গতকাল ৭ নভেম্বর শনিবার বিতারা ইউনিয়নের বাইছারা গ্রামে ৪১৪টি পরিবারের মাঝে বিদ্যুতের সংযোগ উদ্বোধনোত্তর জনসভায় বাইছারা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী,মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি জিএম আতিকুর রহমান , মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ যুগ্ম সম্পাদক মো:শাহজাহান,কচুয়া পল্লী বিদ্যুতের ডিজিএম মো:জাকির হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা. জসিমউদ্দিন, ইউনিয়ন আওয়ামী যুবলগের সভাপতি মো: ইসমাইল ভুইয়া, বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন,আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল বাকী ,উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সি মহিলা নেতৃ হাসিনা মঞ্জু প্রমূখ। আওয়ামী লীগ নেতা হাজী আ: বারী ভুইয়ার সভাপ্রধানে ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপ্রধানে জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারনের সমাবেশ ঘটে।
সভায় বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন,সমাজ সেবক আবদুল্লাহ আল বাকী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি হতে আওয়ামী লীগে যোগদান করেন। সমাজ সেবক আবদুল্লাহ আল বাকী বছরখানেক পূর্বে ড. মহীউদ্দীন খান আলমগীরের বাস ভবনে বিতারা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা কর্মী ও বিতরা ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারের নেতৃত্বে আওয়ামী লীগে যোগদান করেন।
একই দিনে তিনি বাতাপুকুরিয়া-মাঝিগাছা-আলিয়ারার রাস্তার,কচুয়া-গৌরিপুর সড়কের আকানিয়া সেতুর,ধলী কচুয়ায় ব্রীজের ভিত্তি প্রস্থর ও শুভ উদ্বোধন করেন।
কচুয়া : কচুয়ার বাইছারা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
Leave a Reply