সৌদিআরব থেকে নিজস্ব প্রতিনিধি আহাদ মিয়া:
মরুভ’মির দেশ সৌদি আরবে প্রবল বর্ষনে বন্যায় রুপ নিয়েছে । গতকয়েক দিনে টানা বর্ষনে রাস্তা ঘাট তলিয়ে গেছে।সোমবার রাতে বর্ষনের মধ্যে বাসায় ফিরে প্রতিদিনের মত সকল কাজ শেষে ঘুমিয়ে পড়ি। মঙ্গলবার ৩ নভেম্বর ঘুম থেকে উঠে দেখি বাসার সামনের সকল রাস্তা পানিতে সয়লাব। রাস্তার পাশে পার্কিং করা গাড়ি গুলি পানির নীচে। আনেক বাসায় বৃষ্টির পানি ডুকে পড়েছে। দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ। খাওয়া দাওয়া চলাফেরার স্বাবাবিক জীবন যাত্রা ব্যাহত। তাদের রয়েছে দুর্যোগ মোকাবেলায় আধুনিক সরঞ্জামাদি। উন্নত ড্রেনেজ ব্যবস্থা তারপরও সব প্লাবিত হয়ে পানির নীচে। আসলে প্রকৃতির উপর কারো হাত নেই । এই প্লাবনের ঘটনা সৌদিআরবের হাপার আল বাতেন শহরে ঘটেছে।সৌদিআরবে বসবাসরত সবাই মেনে নিয়েছে এই কারনে যে প্রকৃতির উপর কারে হাত নেই।
Leave a Reply