কচুয়ায় স্বামীর সাথে অভিমান করে শারমিন বেগম (২৮) নামের ২ সন্তানের জননী বিষপান করেছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার নাউলা নতুন বাড়ীতে বিষপানের এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী। বিষপানের পর ৩০ অক্টোবর শুক্রবার রাত ২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শারমিন বেগম মারা যায়।
উপজেলার তালতলি গ্রামের অধিবাসী গৃহবধু শারমিন বেগমের পিতা মোঃ শহিদ উল্যাহ জানান, প্রায় ১১ বছর পূর্বে তার মেয়েকে একই উপজেলার নাউলা গ্রামের শাহাবুদ্দিনের কাছে বিয়ে দেয়। বিয়ের পর তাদের গৃহে শ্রাবন্তী (৫) ও শিহাব (৩) নামের দু’টি সন্তান জন্ম নেন। শাহাবুদ্দিন জানান ঘটনার দিন তুচ্ছ বিষয়ে শাহাবুদ্দিন ও শারমিনের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শাহাবুদ্দিন শারমিন বেগমকে চর থাপ্পর দিলে এতে অভিমান করে সে গৃহে থাকা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শারমিন বেগম মারা যায়। কচুয়া থানা পুলিম লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্যে থানায় নিয়ে আসে। বিষয়টিকে স্থানীয়ভাবে ধামা চাপা দেয়ার জন্যে একটি প্রভাবশালী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কচুয়া ঃ গৃহবধূ শারমিন বেগমের অবুঝ ২ শিশু।
Leave a Reply