কচুয়া সম্পত্তিগত বিরোধের জের ধরে হামলা নার্গিস বেগম(৫০) নামে একজন আহত হয়েছে। শুক্রবার উপজেলা পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দক্ষিন সেঙ্গুয়া সিকদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
কচুয়া থানায় অভিযোগ মর্মে জানা গেছে- দক্ষিন সেঙ্গুয়া সিকদার বাড়িতে শুক্রবার সকালে জাহেদ আলীর(৬০) ও তার স্ত্রী নারগিছ(৫০) বেগম একই বাড়ির তার বড়ভাই করিম সিকদারকে সম্পত্তির কথা জিজ্ঞাসা করতে গেলে বাকতিন্ডা সৃষ্টি হয়। এসময় করিম সিকদার তার দরবল নিয়ে জাহেদ আলী ও তার স্ত্রী নার্গিস বেগমের উপর হামলা চালায় ও কুপিয়ে জখম করে।এসময় রক্তাক্ত জখম অবস্থায় নার্গিস বেগমেকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে করিম সিকদার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে ভর্তি হয় । থানা পুলিশ করিম সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্যে হাসপাতালে গেলে করিম সিকদার শুক্রবার রাতেই হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় ।
এ ব্যাপারে কচুয়া থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা মো: ওয়াজেদ মিয়া জানান জাহেদ আলীর ছেলে জসিম সিকদার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কচুয়া : কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত নার্গিস বেগম।
Leave a Reply