1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

টোকিওতে সাহিত্য সভা ও রাষ্ট্রদূতের বিদায় সংবর্ধনা

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ১৭৩২ বার পড়া হয়েছে

8d414dc4b126021e4688b36ee84cb6ac-Pic-7

আবু সুফিয়ান, টোকিও-জাপান:

টোকিওতে বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম, জাপানের দ্বিমাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর রোববার টোকিওর শিবুইয়াসত কিনরো ফুকুশি কাইকানে এই সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। প্রবাসীরা আবৃতি, নিজের লেখা কবিতা, গল্প পাঠ, গান পরিবেশনা ও সাহিত্য বিষয়ক আলোচনায় অংশগ্রহন করেন। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রথম পর্বে ফোরাম সদস্যরা সাংগঠনিক সভায় মিলিত হয়ে আগামী ২০১৫-২০১৬ বছরের কার্যকরী পরিষদ পরিষদ গঠন করেন। জুয়েল আহসান কামরুলকে সভাপতি, হোসাইন মুনিরকে সাধারণ সম্পাদক ও মাইনুল ইসলাম মিল্টনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সংগঠনের উপদেষ্টা মনজুরুল হক, সাবেক সভাপতি বাকের মাহমুদ ও কাজী ইনসানুল হকসহ উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ভবিষ্যতে আরও কিছু নতুন উদ্যোগ ও সাহিত্য সভার পরিধি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাহিত্য সভা। এই পর্বে জাপানে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে অভিনন্দন ও বিদায় সংবর্ধনাও দেওয়া হয়। সম্প্রতি সরকার মাসুদ বিন মোমেনকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেছে। এ জন্য তাকে অভিনন্দন জানানো হয়।
​এ পর্বে সভাপতিত্ব করেন জুয়েল আহসান কামরুল। সঞ্চালনা করেন কাজী ইনসানুল হক। এ সময় রাষ্ট্রদূত পত্নী সোমা মাহজাবিন, দূতাবাসের প্রথম সচিব বেবি রানি কর্মকার, দূতাবাসের কর্মকর্তারাসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
মাসুদ বিন মোমেন (বাঁয়ে) ও তার স্ত্রীর সঙ্গে ফোরামের একজন সদস্য। পাশে দাঁড়িয়ে লেখকসংগঠনের সদস্যরা কথা, গান, আলোচনা, আবৃতির মাধ্যমে মাসুদ বিন মোমেনকে বিদায় ও অভিনন্দন জানান। সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, জাতিসংঘে তিনি যোগ্যতর ভাবে বাংলাদেশকে পরিচিত করতে সক্ষম হবেন।
মাসুদ বিন মোমেন তার বক্তব্যে, জাপান অবস্থানকালে ফোরাম আয়োজিত সাহিত্য সভায় বেশ কবার তার উপস্থিতি এবং দেশের বিখ্যাত কবি, সাহিত্যিক ও গুণীজনদের ও আমাদের মুক্তিযুদ্ধে সাহায্যকারী জাপানিদের সংবর্ধনা দেওয়ার জন্য ফোরামকে অভিনন্দন জানান। সম্প্রতি বাংলাদেশে একজন নিরীহ জাপানিকে হত্যা করার জন্য নিন্দাজ্ঞাপন ও সেই ভাবমূর্তি পুনরুদ্ধারেও তিনি প্রবাসীদের ভূমিকা রাখার অনুরোধ জানান।
ফোরামের পক্ষ থেকে মাসুদ বিন মোমেন​ ও সোমা মাহজাবিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অজিত বড়ুয়া, আবদুর রহমান, বাকের মাহমুদ ও শরাফুল ইসলাম। আবৃতি, গল্প পাঠ ও বক্তব্য রাখেন শরাফুল ইসলাম, মাইনুল শাওন, কমল বড়ুয়া, নাজিম উদ্দীন, অজিত বড়ুয়া, মাইনুল মিল্টন, গোলাম মাসুম জিকো, হোসাইন মুনির, আসগর সানি, আবদুর রহমান ও বেবি রানি প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার