হিন্দু ধর্মাবলন্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে ব্যপক আয়োজনের প্রস্তুতি চলছে। কচুয়া উপজেলার ৪০টি মন্দিরে শারদীয় দূর্গোৎসব পালনের লক্ষ্যে প্রতিমা তৈরীতে ব্যস্ত সব কারিগর।দূর্গা মন্দির গুলোতে দূর্গা,গনেশ,কার্তিক,স্বরস্বতী ,লক্ষী,অশুর,সিংহ,হাঁস ও মহিষের প্রতিমা স্থান পাবে।প্রতিটি মন্দিরে প্রতিমার পাশাপাশি প্যান্ডেল করে সাজসজ্জা তৈরীতে ব্যস্ত সব মন্দির কমিটি। বেশীরভাগ মন্দিরের প্রতিমার মাটির কাজ প্রায় শেষ। মাটির কাজ শেষে শিল্পির রংয়ের তুলিতে সাজানো হবে প্রতিমাগুলি ।১৯ অক্টোবর ১ কার্তিক ষষ্ঠীতে বেধানের মাধমে শুরু হবে দূর্গোৎসব।কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনিভ’ষন মজুমদার তাপু ও সাধারন সম্পাদক বিকাশ সাহা বেশ কিছু মন্দির পরিদর্শন করে জানিয়েছেন এ বছর আমাদের প্রস্তুতি অনেক ভাল ,ধর্ম যারযার উৎসব সবার ,তাই সবাই মিলে শারদীয় দূর্গোৎসব সুন্দও ভাবে পালনের লক্ষ্যে সকলের সহরযাগিতা কামনা করেছেন।
কচুয়া : কচুয়া উপজেলার কড়ইয়া দূর্গামন্দিরের প্রতিমা তৈরি করছেন কারিগর।
Leave a Reply