হাজীগঞ্জ সার্কেল মো: আব্দুল হানিফ বলেছেন বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদককে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। তিনি আরো বলেন, পুলিশিং আইনের মাধ্যমে অপরাধিদের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি প্রদান করা হবে। মানুষ ও পুলিশের মধ্যে ঐক্যবোধ ও আন্তারিকতা থাকতে হবে। যাতে সমাজের কোন অপরাধীরা নিস্তার না পায়। সমাজে যারা অল্প বয়সে মেয়েদের বিয়ে, রাস্তাঘাটে উত্যক্ত করে, মাদক সেবন করে তাদেরকে ধরিয়ে দিন। পুলিশ জনতা এবং জনতাই পুলিশ এই কথার প্রতিপাদ্য বাস্তবায়ন করতে হবে। তিনি ৩০জুনাই বৃহস্পতিবার ৩নং বিতারা ইউনিয়ন পুলিশিং কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিতারা ইউনিয়নের পুলিশিং কমিটির সভাপতি মো: বিল্লাল হোসেন মোল্লা সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডা. মো: জসিম উদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কচুয়া থানা অফিসার ইনচার্জ মুহম্মদ ইব্রাহিম, যুদ্ধকালীন কমান্ডার ও কচুয়া থানা পুলিশিং কমিটির সভাপতি আব্দুর রশিদ পাঠান, সাধারন সম্পাদক প্রান ধন দেব,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ দর্জি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ। তাছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিতারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি সফিকুল ইসলাম,৪নং ওয়ার্ড সভাপতি মবিন সরকার, ৫নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক শাহাজালাল প্রধান, ৬নং ওয়ার্ডে সিনিয়র সহ-সভাপতি ডা. আনোয়ার হোসেন,৭নং ওয়ার্ড সভাপতি শহিদ উল্যাহ প্রধান, সোহাগ খান, মইনুল ইসলাম,কামাল হোসেন,তাজুল ইসলাম, খোরশেদ আলম সিকদার, প্রমুখ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া থানা সেকেন্ড অফিসার মো: নাসির হোসেন সহ ৩নং বিতারা ইউনিয়নের সকল ওয়ার্ডের পুলিশিং কমিটির সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া: ৩নং বিতারা ইউনিয়নে পুলিশিং কমিটি মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- হাজীগঞ্জ সার্কেল মো: আব্দুল হানিফ।
Leave a Reply