কচুয়ায় গ্যাস সংকট চরমে । প্রতিদিন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস থাকেনা । বাসা হোটেল ও বাড়িতে প্রায় তিন মাস যাবত গ্যাসের এ সংকট । উপজেলার প্রায় পাঁচ হাজার গ্রাহক প্রতিদিন গ্যাস না থাকায় রান্নার কাজ বিঘিœত হচ্ছে । বাধ্য হয়ে গ্যাস সংযোগ থাকার পরও গৃহস্থলিরা কেরোসিনের চুলা বা মাটির চুলায় রান্নার কাজ সারতে হচ্ছে । কচুয়ায় গ্যাস সংযোগ দেওয়া হয় ১৯৯২ সালে । সংযোগের পর থেকে দীর্ঘ সময় গ্যাসের সরবরাহ স্বাবাভিক ছিল ।কতদিনে জনগনের ভোগান্তির শেষ হবে ,কেন এ সমস্যার সৃষ্টি হয়েছে এ প্রশ্নের জবাব কতৃপক্ষ সঠিকভাবে দিতে পারছেনা । এ ব্যপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কেম্পানি লিমিটেডের গৌরিপুর রাজস্ব শাখার ইনচার্জ(উপএবিটা) প্রকৌশলী কমল কুমার ঘোষ জানান গ্যাসের সরবরাহ কম ও টেকনিক্যাল কিছু অসুবিধার কারনে এ সমস্যার সৃষ্টি হয়েছে ।বিষয় গুলো সমাধানের লক্ষে আমরা কাজ করছি আশা করছি অচিরেই সমস্যার সমাধান হবে।
কচুয়া: গ্যাসের চুলার উপরে কেরোসিনের চুলা বসিয়ে রান্না কাজ সারছেন গৃহস্থলী
Leave a Reply