কচুয়ার একমাত্র শহিদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে জলাবদ্ধতায় বিদ্যালয়ে আসা-যাওয়ার বিঘœ ঘটছে শিক্ষার্থীর। ২৪ আগস্ট সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়-বিদ্যালয়ে প্রবেশের একমাত্র পথটি টানা বর্ষণের কারনে পানিতে ডুবে গেছে। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয়ে প্রবেশ পথে সাড়ে ৪ লক্ষা টাকা ব্যয়ে নির্মিত শহিদ মিনারটি পাদদেশ পর্যন্ত পানিতে সয়লাব। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আউয়াল জানান- পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পাশে অবস্থিত ডোবাটি জলে পরিপূর্ন হয়ে বিদ্যালয়ের দু’পাশে রাস্তা দিয়ে উঠার সিঁড়ি পর্যন্ত পানিতে ভরপুর হয়ে যায়। ওই বিদ্যালয়ের অভিভাবক মাসুদ মিয়া জানান- জলাবদ্ধতার এ সমস্যা না কাটলে আমাদের মেয়েদের স্কুলে আসা কঠিন হয়ে পড়ছে। জলাবদ্ধতার এ সমস্যা সমাধানে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থী যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
কচুয়া ঃ শহিদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের জলাবদ্ধতার একাংশ।
Leave a Reply