ছেলেদের তুলনায় মেয়েরা শিক্ষায় এগিয়ে। তারই ধারবাহিকতা কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এইচ, এস, সি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ৯ আগষ্ট রবিবার প্রকাশিত আলিম পরীক্ষায় সমগ্র কচুয়া উপজেলা থেকে জিপিএ ৫ অর্জনকারি ৪ শিক্ষার্থীই মেয়ে। তারা হলেন তাহমিনা আক্তার, পিতা লোকমান হোসেন গ্রাম দোঘর। সে আশেক আলী খাঁন স্কুল এন্ড কলেজ থেকে এস এস সি’র ন্যায় এইচ এস সি’তে বিজ্ঞান বিভাগ থেকে ও জিপিএ-৫ অর্জন করেছেন। সালমা আক্তার, পিতা ছফিউল্লা মাস্টার, গ্রাম ওরাইন , উপজেলা বরুড়া, সে ড.মনসুর উদ্দীন মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সালমা ওরাইন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ লাভ করেছিল। ফেরদৌসী বিনতে ফরহাদ, পিতা ফরহাদ হোসেন, সে বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ থেকে জিপিএ -৫ পেয়েছে। সে এসএসসি’তে কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল।
অপরদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কচুয়া থেকে একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আফরোজা আক্তার। সে পালাখাল ছালেহীয়া আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৫পেয়েছে। সে একই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ও জিপিএ -৫ পেয়েছিল।
কচুয়া ঃ চার কৃতি শিক্ষার্থীর ফাইল ছবি।
Leave a Reply